আমাদের সম্পর্কে

ِনিশ্চয়ই সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার। যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আমরা তাঁর কাছে আমাদের অন্তরের অনিষ্ট এবং কাজের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মাদ )ﷺ( এর উপর। বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নিয়ামত ও রাসুল )ﷺ( এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। কুরআন ও হাদিসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক ও আর্থিক সচ্ছলতার উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। অপরদিকে পাশ্চাত্যবাদের তথাকথিত নারী-পুরুষের সমতাবিধানের এই অসুস্থ প্রতিযোগিতার পিছনে ছুটতে গিয়ে সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটছে। শিক্ষা, চাকরিতে, বিয়েতে পাশ্চাত্যের সভ্যতাবিবর্জিত অপসংস্কৃতির অনুপ্রবেশের মূল কারণ ইসলামি বিধান অনুযায়ী না চলা ও পরিপূর্ণ দ্বীনি শিক্ষার অভাব। এর ফলশ্রুতিতে বিয়ে হয়েছে কঠিন আর যিনা- ব্যভিচার, পরকীয়া, ধর্ষণ, আত্মহত্যাসহ বিভিন্ন অবক্ষয়ে সমাজ ভারাক্রান্ত। আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শারীয়াসম্মত ইসলামিক ম্যাট্রিমনি প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে দ্বীনদার পাত্রপাত্রী সন্ধান সহজ করা। জাহেলী সমাজের সকল অপসংস্কৃতি ভেঙ্গে যিনা-ব্যভিচার বন্ধ করে বিবাহে উৎসাহিত করা, পাত্রীর পরিবারের জন্য চিরঅভিশাপ- যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন করা এবং নগদ মোহরানায় সুন্নাহ সম্মত বিয়েকে প্রচলিত করা। দ্বীনদার ভাইবোনদের চাহিদা পূরণ করতে জেনারেল ম্যাট্রিমনিগুলো অক্ষম। অপরদিকে আমাদের দেশে প্রচলিত ঘটকদের অনেকে শুধুমাত্র নিজের ফায়দা হাসিলের জন্য উভয় পক্ষের নিকট মিথ্যা আশ্বাস ও মিথ্যা কথা বলে থাকে যার ফলশ্রুতিতে অনেকেই অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। এমন পরিস্থিতিতে দ্বীনি ভাইবোনদের কথা মাথায় রেখে, আমাদের দ্বীনি ভাইবোনদের দ্বীন পালনে সহায়তা করার জন্য এবং শুধু মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য Deenerordhekshathi.com এর পথচলা।